ফতুল্লায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় ট্রাকের ধাক্কায় নূরে মোস্তফা (২৪) নামে যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঘাড়মোড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে।
জানা যায়, ফতুল্লার পাগলা থেকে ইজিবাইকে করে পঞ্চবটি আসছিলেন মোস্তফা। পথে দাপা এলাকায় এলে ইজিবাইকটির পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি ট্রাক। এ সময় ইজিবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন যাত্রী মোস্তফা। তাকে উদ্ধার করে জেলা শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।