ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধণ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। বুধবার (৩০ জুলাই) সকাল ১০ টায় ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালণ করা হয়।
কর্মসূচির এক পর্যায়ে তারা ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে করে সড়কের উভয় পাশে যানজটের সৃস্টি হয়।
এ সময় কর্মসূচিতে উপস্থিত লালপুর পৌষাপুকুরপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুসা গণমাধ্যমে বলেন, জলাবদ্ধতার কারনে মুসুল্লিরা নামাজ পরতে পারছেনা,কর্মজীবিরা কাজে যেতে পারছেনা,স্কুল -কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেনা,নোংরা পানির কারনে ঘরে ঘরে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পরেছে। আমাদের কে আশ্বাস করেছিলো সেনাবাহিনী কতৃক যে পাম্প বসানো হয়েছিলো সেটা চালু হলে আমাদের কষ্ট লাঘব হবে। কিম্ত সে পাম্প চালু হলেও আমাদের কষ্ট শেষ হয়নি। সেই পাম্প আমাদের কোন কাজে আসেনি। আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি দিয়েছি তারা এসে দেখেও গেছে কিন্ত আজও সমস্যার সমাধান করা হয়নি। বিগত সরকারের আমলে তখনকার চেয়ারম্যান, এমপি সাহেবের নিকট গিয়েছি। শামীম ওসমান এসে দেখে সমাধানের আশ্বাস দিয়েছে। তা শুধু কথার কথাই ছিলো। কিন্ত কোন কাজে আসেনি।
ইউপি সদস্য মাঈনুদ্দিন জানায়, দীর্ঘদন যাবৎ আমরা এই সমস্যা আছি। মৃত মানুষের লাশ পযন্ত দাফন করতে পারছিনা। মসজিদের ভিতরে পানি নামাজ পরতে পারছিনা। রাস্তায় বের হতে পারছিনা। আমাদের কোরবানী ঈদে পশু কোরবানী দিতে হয় ছাদের ওপরে নতুবা অন্য এলাকায় গিয়ে। এ সব কিছুই সরকারের সকল বিভাগের কর্মকর্তারা জানে। কিন্ত শুধু আশ্বাস পেয়ে গেছি, কোন সমাধান পাইনি। তাই আজ বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে আমাদেরকে। আমরা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কবলে রয়েছি। এই সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। ফতুল্লায় এতো উন্নয়ন হয়, কিন্তু লালপুর পৌষাপুকুর পাড়ের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী কোন সমাধান হচ্ছেনা। আমরা চাই এই জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান হোক।
এসময় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সাথে কথা বলেন। এবং সমাধানের আশ্বাস দেন।
এসময় আরো উপস্থিত ছিলো, লালপুর- পৌষাপুকুরপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আঃ বারী, আজাদুর রহমান আজাদ,আলামিন বাগ পঞ্চায়েতের সাধারণ সম্পাদক রফিক, লালপুর আলামিন বাগ পঞ্চায়েতের সভাপতি মোঃ, জনি,শামীমসহ আরও অনেকে।