শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led03ফতুল্লা

ফতুল্লায় ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে যুবক নিহত

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় ছিনতাই করে পালানোর সময় নাদিম (৩৩) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত নাদিম সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় নিমাইকাশারির বারেক মিয়ার ছেলে।

এর আগে, রবিবার ভুইগড়ে ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে গুরুতর আহত হয় নাদিম। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ গণমাধ্যমকে জানায়, রবিবার কাঁচপুর এলাকার ওমর নামের এক কাচামাল ব্যবসায়ী পাইকারি মালামাল কেনার জন্য ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে চিটাগাং রোড থেকে এক সিএনজিতে উঠে। এসময় যাত্রীবেশে দুই যুবক ওমরকে ছরিকাঘাত করে আহত করে সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওমরের ডাক চিৎকারে একটি ট্রাক সিএনজির চলার পথে বাঁধা দেয়। এসময় গণপিটুনিতে আহত হয় নাদিম।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, আহত অবস্থায় নাদিমকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়। এঘটনায় সিএনজি চালক ও অপর ছিনতাইকারী পলাতক রয়েছে। আহত ওমর ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

RSS
Follow by Email