ফতুল্লায় ছাত্র আন্দোলনে হামলার আসামী মহিউদ্দিনকে গনপিটুনি, পুলিশে সোপর্দ
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যাসহ নানা মামলার আসামী মহিউদ্দিনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চত করেছে ফতুল্লা থানা তদন্ত অফিসার (ইন্সপেক্টর) । এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
আটককৃত মহিউদ্দিন হলেন ফতুল্লার শিয়াচর লালখা এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মহিউদ্দিনকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও সিয়াম হত্যা মামলায় আটক দেখিয়ে আজ (শুক্রবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্দে একাধিক মামলা রয়েছে।