শুক্রবার, মার্চ ২১, ২০২৫
Led02রাজনীতি

ফতুল্লায় ছাত্রদলের ইফতারে টিটু ‘তারেক রহমানের হার্ডলাইনে কারো অস্তিত্ব থাকবে না’

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিসহ আহত ছাত্রদল নেতাদের সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে ফতুল্লার দেলপাড়া মির্জা বাড়ির মাঠে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন জাবেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাদবর, সহকোষাধ্যক্ষ তৈয়বুর রহমান, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নাঈমুর রনক, কুতবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আকতার মোল্লা, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম ইসলাম জয়, ছাত্রদল রানা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি দীল মোহাম্মদ দিলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম হিমেল, সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম আনিস, কুতুবপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো: জামান, বিএনপি নেতা দুলাল ভূইয়া, যুবদল নেতা মাহাবুব হোসেন, মাকসুদুল ইসলাম লিখন, ফতুল্লা থানা ছাত্রদল নেতা রানা মোল্লা, হাসিবুল ইসলাম হাসিব, আরাফাত ইসলাম জয়, জুবায়ের মোল্লা, মোঃ সিয়াম, মোহাম্মদ সাইদুল,
সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শহিদুল ইসলাম টিটু বলেম, তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমাদের চলতে হবে। দলের নাম বিক্রি করে কেউ চাঁদাবাজি, জবরদখল সহ অপরাধ কর্মকান্ড করলে তাকে কোন ভাবে ছাড় দেয়া হবে। কেউ যদি দলের নাম ভেঙে সন্ত্রাস, চাঁদাবাজি, জবরদখল করে থাকে তাকে দলীয় ভাবে ব্যবস্থা নেয়া হবে। এমনকি তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিক ভাবে সাবধান করে বলে দিতে চাই এখনো সময় আছে আপনারা সাবধান হয়ে যান আমাদের নেতা তারেক রহমানের হার্ডলাইনে কারো অস্তিত্ব থাকবে না।

RSS
Follow by Email