মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
Led03ফতুল্লা

ফতুল্লায় চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট: চট্টগ্রামে স্বামী-স্ত্রীসহ আটক ৩

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মুসলিমপাড়া এলাকায় এক দম্পতিকে ভাতের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে সর্বস্ব লুটে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় স্বামী-স্ত্রীসহ অজ্ঞানপার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হারুন জমাদ্দার (৫৩), তার স্ত্রী শাহানাজ ওরফে কুলসুম (৩৮) এবং রেজাউল গাজী (৩৮)।

সোমবার ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, গত ২৪ জুন রাতে মুসলিমপাড়া তাজুর মাঠ সংলগ্ন নিজাম মিয়ার বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটের ভাড়াটিয়া এক দম্পতিকে তাদের গৃহপরিচারিকা কুলসুম ভাতের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে ফেলে। এরপর নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুটে নেওয়া হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর প্রযুক্তির সহায়তায় প্রথমে কুলসুমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার স্বামী ও তাদের এক সহযোগীকেও গ্রেপ্তার করা সম্ভব হয়।

পুলিশ লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার করেছে। বাকি স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধারের জন্য গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে এবং তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে।

RSS
Follow by Email