ফতুল্লায় গৃহবধূ হত্যা: পলাতক স্বামীকে গ্রেপ্তার করলো পিবিআই
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় গৃহবধূ লাকী আক্তার (২৫) হত্যার ঘটনায় জড়িত ও পলাতক স্বামী মো. শহীদুল ইসলাম ওরফে কসাই শিপন (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালী থানাধীন সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ। রবিবার (২৫ মে) আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
পিবিআই’র দেয়া তথ্যে জানা যায়, গত ১৯ মে বিকাল আনুমানিক ৫টা থেকে রাত ৮টার মধ্যে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুরের ফজলু মিয়ার বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এজাহারের সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, পারিবারিক কলহের জেরে স্বামী মো. শহীদুল ইসলাম ওরফে শিপন তার স্ত্রী লাকী আক্তারকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং শ্বাসরোধ করে পরিকল্পিতভাবে হত্যা করে। হত্যার পর লাশ ঘরের ভেতর রেখে তালা দিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। এই ঘটনায় নিহত লাকী আক্তারের বোন সানিয়া আক্তার বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা (ফতুল্লা থানার মামলা নং-৫১, তারিখ- ২৪ মে ২০২৫ খ্রিঃ, ধারা- ৩০২ পেনাল কোড) দায়ের করেন।
পিবিআই’র তৎপরতা ও গ্রেপ্তার:
ঘটনার গুরুত্ব বিবেচনা করে পিবিআই নারায়ণগঞ্জ জেলা গত ২৪ মে মামলাটি অধিগ্রহণের জন্য আবেদন করে। পিবিআই, নারায়ণগঞ্জ জেলা তথ্য প্রযুক্তির বিশ্লেষণ এবং বিশ্বস্ত সোর্স নিয়োগ করে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মো. শহীদুল ইসলাম ওরফে কসাই শিপনকে শনাক্ত করে। শনিবার রাত আনুমানিক ১১:৪০পৌনে ১২টায় ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালী থানাধীন সদরঘাট এলাকা থেকে তাকে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পরবর্তী পদক্ষেপ
গ্রেপ্তারকৃত আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে সে ভিকটিম লাকী আক্তারকে হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। প্রাথমিক তদন্তে এবং আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পারিবারিক কলহের জের ধরেই মো. শহীদুল ইসলাম ওরফে কসাই শিপন পরিকল্পিতভাবে তার স্ত্রী লাকী আক্তারকে হত্যা করেছে।