শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
Led05ফতুল্লা

ফতুল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি ‘পারিবারিক কলহের জের ধরে স্বামী তাকে হত্যা করেছে। রবিবার দুপুর ৩টায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ওই ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।

নিহত গৃহবধূর নাম ঝর্না (২৪)। সে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার জয়নাল আবেদীনের কন্যা। অন্যদিকে আটককৃত স্বামী মো. শারফিন (৩৪) ফতুল্লার একটি ওয়ার্কশপে ওয়েলডিংয়ের কাজ করে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানায়, রবিবার দুপুরের ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে তার মরদেহ নারায়ণগঞ্জ মর্গে রয়েছে। ওই নারীকে তার স্বামী হত্যা করেছে বলে দাবী নিহতের পরিবারের। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা তার স্বামীকে আটক করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনার তদন্ত চলমান রয়েছে, সেই প্রেক্ষিতেই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

RSS
Follow by Email