বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
Led03ফতুল্লা

ফতুল্লায় খালি ফ্লাটে তালা ভেঙ্গে ৪০ ভড়ি স্বর্ণ ও ১ লাখ টাকা চুরি

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় খালি ফ্লাটে চল্লিশ ভড়ি স্বর্ণালঙ্কা ও নগদ ১ লাখ টাকা চুরি হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১২ মার্চ) ফতুল্লা মডেল থানায় এই ঘটনায় মোসা. রুকাইয়া (৩৪) নামে এক নারী একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে মঙ্গলবার মাসদাইর তালা ফ্যাক্টরী মোড় এলাকায় কুরিয়ান হাউজ এর ২য় তলার পশ্চিম পাশের ফ্লাটে ওই ঘটনা ঘটে।

জানা যায়, প্রায় ২৫ দিন আগে বাদীর মা মোসা. রাবিয়া আহমেদ (৫৫) ফ্লাটে তালা দিয়ে মেঝো মেয়ের বাড়িতে বেড়াতে যায়।

মোসা. রুকাইয়া অভিযোগে উল্লেখ করেন, আমার মা মোসা. রাবিয়া আহমেদ (৫৫), তাহার ভাড়াটিয়া বাসা মাসদাইর শেরে বাংলা রোড, তালা ফ্যাক্টরীএলাকার কুরিয়ান হাউজ এর ২য় তলার পশ্চিম পাশের ফ্লাটের বাসা তালাবদ্ধ ককরে অনুমান ২৫ দিন আগে আমার মেঝো বোনের বাড়িতে বেড়াতে যায়। এরই মধ্যে মঙ্গলবার (১১ মার্চ) বিকালে আমার মায়ের ভাড়াটিয়া বাসার দাড়োয়ান সোনা মিয়া (৫০) ফোন করে জানায় আমার মায়ের ফ্লাটের তালা ভাঙ্গা। খবর পেয়ে আমার ফ্লাটে গিয়া দেখি যে আমার ফ্লাটের মেইন দরজার তালা ভাঙ্গা। অতঃপর ঘরে প্রবেশ করে দেখি যে, আলমারীর দরজা ভাঙ্গা এবং আলমারীর ভিতরের ড্রয়ারে ও সিন্দুকে থাকা ৪০ ভড়ি স্বর্ণালঙ্কা ও নগদ- ১ লাখ টাকা নাই। পরবর্তীতে দাড়োয়ান সহ আশেপাশের লোকজনদের কাছে জিজ্ঞাসাবাদে জানিতে পারি যে, ১০ মার্চ (সোমবার) পর্যন্তও তালা ঠিকঠাক ছিল।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ধারণা হচ্ছে যে, অজ্ঞাতনামা চোর বা চোরেরা আমার মা বাসায় না থাকার সুযোগে মঙ্গলবার সারা দিনের মধ্যে যেকোন সময় চুরি করেছে। এমতাবস্থায় বিষয়টি আত্মীয়-স্বজন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় এসে অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইলাম। এই ঘটনা মর্মে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানায় অভিযোগে।

RSS
Follow by Email