বুধবার, মে ২১, ২০২৫
Led03ফতুল্লা

ফতুল্লায় কসাই স্বামীর হাতে স্ত্রী খুন, দুই সন্তানসহ লাপাত্তা

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় নিজের স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর দুই সন্তানসহ পালানোর অভিযোগ উঠেছে এক পাষণ্ড স্বামী বিরুদ্ধে। সোমবার রাত সাড়ে ১১টায় ফতুল্লা রেলস্টেশন এলাকার ফজলু মিয়ার বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত নারীর নাম লাকি আক্তার (২৬)। সে পটুয়াখালী জেলার বাউফল থানার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে।

লাকির ভাগিনা ইমাম হোসেন গণমাধ্যমকে জানান, ফতুল্লা বাজারের কসাই শিপনের (৪০) সঙ্গে ভালোবেসে বিয়ে হয়েছিল লাকির। তাদের সংসারে ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই তারা ফতুল্লা রেলস্টেশন এলাকার ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

সোমবার রাতে লাকির স্বামী শিপন ফোন করে জানান, লাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে লাকির বাবা-মা ও পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগানো। পরে তালা ভেঙে ঘরে প্রবেশ করে তারা লাকির নিথর দেহ দেখতে পান। লাকির মুখে ও গলায় আঘাতের স্পষ্ট চিহ্ন ছিল এবং শরীরের অর্ধেক চাদর দিয়ে ঢাকা ছিল। দ্রুত লাকিকে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানিয়েছেন, এটি একটি পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। নিহত লাকির স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ খানপুর হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email