শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led02ফতুল্লা

ফতুল্লায় কবরস্থান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় হাসান আহমেদ (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, একটি গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই যুবকের লাশ ঝুলে ছিল।

নিহত হাসান আহমেদ ফতুল্লা থানার শাহিবাজার এলাকার বাবুল আহমেদের মেজো ছেলে।

স্থানীয়রা জানান, দুই বছর পূর্বে মেঘলা (২১) নামের এক নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হাসান আহমেদ। বিয়ের কয়েক মাস পর থেকেই তাদের দাম্পত্য জীবনে নানা বিষয়ে কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে মেঘলা তার বাবার বাড়ি ময়মনসিংহে চলে যায়। এরপর আর হাসানের সাথে মেঘলার বেশ কয়েক মাস যোগাযোগ ছিল না। তবে হাসান মেঘলাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্নভাবে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। শনিবার গভীর রাতে শাহী মহল্লা কবরস্থানের এক গাছের সাথে হাসানকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

এব্যাপারে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত লাইভ নারায়ণগঞ্জকে জানান, গাছের সাথে ফাঁস দেওয়া অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। তার দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি জানান, স্থানীয়দের ও নিহতের আত্মীয় স্বজনদের সাথে কথা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সাথে অভিমান করে যুবক আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্টের পর জানা সম্ভব হবে।

RSS
Follow by Email