ফতুল্লায় এক ব্যাক্তি আটক, ফেন্সিডিল উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় এক ব্যাক্তিকে আটক করেছে র্যাব-১১। তাদের দাবি আটককৃত একজন মাদক ব্যবসায়ী। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
আটককৃত ব্যাক্তির নাম মোকসেদুর রহমান ভুঁইয়া। সে সিটি কর্পোরেশনের বাবুরাইল এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
র্যাব জানায়, ফতুল্লার চাঁদমারী এলাকায় অভিযান চালিয়ে বাবুরাইল এলাকার অভিযুক্ত মোকসেদুর রহমান ভুঁইয়া আটক করা হয়। পরে বুধবার দুপুরে আসামিকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।