ফতুল্লায় ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার, আটক ১
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় এক ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। রবিবার (২৩ মার্চ) ভোররাতে ফতুল্লার কোতালেরবাগ এলাকার রেললাইনের পাশের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক হলেন চাঁদপুর জেলার মতলব থানার নায়েরগাঁও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে ইসহাক মিঝি (৪৫)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকতেন এবং শফিক নামের এক ব্যক্তির মালিকানাধীন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
এ ঘটনায় গনপিটুনি দিয়ে পুলিশে সপোর্দ করা হয়েছে পটুয়াখালীর রাঙ্গাবালি থানার বাহেরচর গ্রামের মৃত আতহার হাওলাদার এর ছেলে সোহরাব হাওলাদার (৪০) কে। তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার লালের বাড়িতে ভাড়া থাকেন।
স্থানীয়রা গণমাধ্যমে জানায়, রাত ৩টার দিকে এক নারীর চিৎকারে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন এবং ৩/৪ জন ব্যক্তি পালানোর চেষ্টা করছে। এর মধ্যে একজনকে ধাওয়া করে ধরে ফেললেও বাকি দু’জন পার্শ্ববর্তী ডোবায় লাফিয়ে পড়ে পালিয়ে যায়। এলাকাবাসী ওই ডোবার চারপাশ ঘেরাও করে রাখে এবং পুলিশের উপস্থিতির অপেক্ষা করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘নিহতের ভাগিনা শরিফ মরদেহ শনাক্ত করেছেন। তার পকেট থেকে নগদ ৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। ইজিবাইকটির মালিক শফিকও যানটি শনাক্ত করেছেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ডিউটি অফিসার এসআই মাহবুব বলেন, ‘এলাকাবাসী একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।’