রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
Led02জেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় নিহত কিশোরের পরিচয় খুঁজছে পুলিশ

লাইভ নারায়াণগঞ্জঃ ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। তার পরিচয় শনাক্ত করতে সহায়তা চেয়েছে প্রশাসন।

শনিবার (২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিহত কিশোরের পরিচয় জানতে চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন ফতুল্লা থানার এস আই আজিজুল হক।

তিনি ফেসবুকে পোস্টে লেখেন, ‘যদি কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেন তাহলে নিচে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে ০১৭১২৯১৫৬৫৫ অথবা ০১৯২১১১১১৪৬।’

জানা গেছে, ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের নম পার্কের সামনে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ইজিবাইকের ধাক্কায় গুরুতর জখম হয় অজ্ঞাত ওই কিশোর। পরে তাকে খানপুর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে পরে রাত সোয়া ৯টার দিকে মারা যায়।

পুলিশ এ ঘটনায় ঘাতক মিশুকসহ চালক জুয়েল(২০) কে আটক করেছে এবং ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, নিহত কিশোরের সাইকেলে গামছা দিয়ে বাধা অবস্থায় দুটি বাটিতে ভাত ও তরকারি ছিল।

এসআই আজিজুল হক জানান, মৃত অজ্ঞাত ছেলেটির পরিচয় উদঘাটনের জন্য সকলের সহযোগিতা কামনা করি। বিশেষ করে সন্তানের নিথর লাশটি বাবা-মার কাছে হস্তান্তরের লক্ষ্যে পরিচয় উদঘাটন প্রয়োজন।

RSS
Follow by Email