সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
Led02ফতুল্লা

ফতুল্লায়ে মাদার কালার কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় মাদার কালার নামে এক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ফতুল্লার শাসনগাঁও এলাকায় কারখানার ছয় তলা কারখানা ভবনের নিচতলায় এই অগ্নিকান্ড ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে সক্ষাম হয়।

এদিকে খবর পেয়ে বিকেলে আগুনে ক্ষতিগ্রস্থ কারখানা পরিদর্শন করে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। এসময় কারখানার মালিক ও বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ।

ফতুল্লা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রদীপ লাইভ নারায়ণগঞ্জকে জানান, সকাল ৬টা বেজে ৩৭ মিনিটে সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেই সাথে নারায়ণগঞ্জ ও পাগলা ফায়ার স্টেশন থেকে একাধিক ইউনিট আসে। সকাল ১০টা ২০ মিনিটে আমরা আগুন নেভাতে সক্ষম হই। কারখানার নিচতলায় গোডাউনে আগুন লাগে। এইখানে কারখানার নিটিং এর কাপড়সহ অন্যান্য মালামাল ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। এঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটে নি

RSS
Follow by Email