ফতুল্লার ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শুক্রবার
লাইভ নারায়ণগঞ্জ: গ্যাস সংযোগের কাজের জন্য শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা ফতুল্লার বিসিক শিল্পনগরী এবং এর সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত বিস্তৃত বিশাল এলাকার গ্রাহকরা ভোগান্তির শিকার হবেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, এই সময় পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত বিসিক শিল্পনগরী, কাশিপুর, মুন্সিগঞ্জ এবং সংলগ্ন এলাকার সকল শ্রেণির গ্রাহকদের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের কারণে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আবাসিক গ্রাহকদের রান্না-বান্নার কাজেও সমস্যা হতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সার্স ফেয়ার এপারেলস লিমিটেড এবং মেসার্স এম এস ডায়িং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড-এর গ্যাস সংযোগের জন্য নতুন বিতরণ লাইন নির্মাণ করা হবে। এই নির্মাণ কাজের আওতায় ৮ ইঞ্চি ব্যাসের ৬৩২ মিটার দীর্ঘ নতুন গ্যাস লাইন স্থাপন করা হবে।
তিতাস গ্যাস এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং এই নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে। গ্রাহকদের এই সময়ের জন্য বিকল্প ব্যবস্থা রাখার অনুরোধ করা হয়েছে।