রবিবার, আগস্ট ৩, ২০২৫
Led05আদালত

ফতুল্লার মুরাদ হত্যা মামলায় ২১ বছর পর আদালতের রায় ঘোষণা

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় কিশোর মুরাদকে হত্যা মামলার ২১ বছর আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

নিহত কিশোর মুরাদ হলেন তল্লা মাদবরবাড়ি এলাকার বাসিন্দা পনির হোসেনের ছেলে। অভিযুক্ত হলেন ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে মাসুম (৪২)। তবে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে কোর্ট পুলিশ।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু গণমাধ্যমে জানান, ‘২০০৪ সালের আগস্ট মাসে মাসুম ও তার সহযোগীরা মুরাদকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। এরপর নিহতের মা সাহারা খাতুন ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সময় ধরে চলা বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।’

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানায়, ‘ফতুল্লা থানার দায়ের করা কিশোর হত্যা মামলায় আদালত মাসুম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি পলাতক ছিলেন।’

RSS
Follow by Email