ফতুল্লার পরে দেওভোগে ছিনতাই অভিযোগে গণধোলাই, ঢাকা মেডিকেলে ভর্তি
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা ছিনতাই অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে চিকিৎসাধীন মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার একই গণধোলাইয়ের ঘটনা ঘটলো নারায়ণগঞ্জ সদর থানা এলাকায়। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে দেওভোগে শেখ রালে পার্কের সামনে এক যুবককে ছিনতাইকারী আখ্যা দিয়ে গণধোলাইন দিয়েছে স্থানীয়রা।
আহত যুবকের নাম ফেরদৌস। সে দেওভোগের মৃত হাবিবুর রহমানের ছেলে।
ভোরে আহত যুবককে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে আসা হয়। তথ্যটি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জামাল উদ্দিন।
তিনি বলেন, প্রাথমিক ভাবে জানতে পারি ছিনতাইকারী সন্দেহে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। ভোরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবককে আহত অবস্থা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরে অবস্থার অবনতী হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।