রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led02পরিবহন

ফতুল্লার পঞ্চবটি থেকে সোনারগাঁ পর্যন্ত বিআরটিসি বাস চলাচল শুরু

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার পঞ্চবটি থেকে সোনারগাঁ পর্যন্ত বিআরটিসি বাস সেবা চালু হয়েছে। রবিবার (১৪ অক্টোবর) সকালে পঞ্চবটি বিআরটিসির কাউন্টার থেকে এ সেবা চালু হয়।

এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন ও বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান রিপন আনুষ্ঠানিক ভাবে এ পরিবহন সার্ভিসের উদ্বোধন করেন। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাত্রীদের সুবিধার জন্য, পঞ্চবটি থেকে বাসটি চাষাঢ়ায় যাবে। চাষাঢ়া মোড় আসতেই, বাসটি লিংক রোড হয়ে সাইনবোর্ডের উদ্দেশ্যে রওনা দিবে। সেখান থেকে শিমরাইল হয়ে কাঁচপুর দিয়ে মদনপুর সড়কে উঠবে। বাসের শেষ গন্তব্যস্থল সোনারগাঁয়ের মোগড়াপাড়া। যাত্রীদের সেবা নিশ্চিত করতে বিআরটিসির একাধিক বাস ছাড়া হয়েছে।

জানা গেছে, ফতুল্লার পঞ্চবটি হতে বিভিন্ন সড়কে যাত্রীদের চলাচলের জন্য বাস সার্ভিস অনেক কম থাকায় অতিরিক্ত ভাড়ায় অটোরিকশা ও সিএনজি যোগে চলাচল করে আসছিল ওই অঞ্চলের বাসিন্দারা। অনেক সময় পরিবহনের অভাবে গন্তব্য স্থানে যাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে স্থানীয় বিএনপি নেতারা ও ব্যবসায়ীরা বিআরটিসি বাস সার্ভিস চালু করার উদ্যোগ গ্রহণ করে। জনসাধারণ কম ভাড়ায় পঞ্চবটি হতে তাদের গন্তব্য স্থানে পৌঁছাছে পারে বিআরটিসির পরিবহন সার্ভিস চালু করেন। পর্যায়ক্রমে যাত্রীদের সুবিধার্থে পঞ্চবটি হতে পোস্তগোলা হয়ে গুলিস্তান পর্যন্ত বাস চলাচলের চিন্তা ভাবনা রয়েছে জানিয়েছে সংশ্লিষ্টরা।

RSS
Follow by Email