ফতুল্লায় ৩৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
লাইভ নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা পুলিশ ৩৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী রয়েছে।
পুলিশ সূত্র জানায়, ফতুল্লা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নানের দিকনির্দেশনায় এএসআই মো. আব্দুল হামিদ খান সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে ২২ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ২৩টা ১০ মিনিটে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় ফতুল্লা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে জনৈক আব্দুল্লাহর চারতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া সোনিয়ার ফ্ল্যাটে অভিযান চালানো হয়।
এ সময় ফ্ল্যাটের ভেতর থেকে আল আমিন (৩২), ফারজানা আক্তার মীম (২৫) ও শারমিন আক্তার (২৪) নামের তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে পরিচয় নিশ্চিত হওয়ার পর হেফাজতে থাকা ৩৪০০ (তিন হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকামূলে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
