শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
ফতুল্লা

ফতুল্লায় হত্যা মামলার পালাতক আসামী গ্রেফতার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার ইমন হত্যা মামলার পলাতক আসামী হান্নান (২১)’কে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২২ আগস্ট) দেওভোগ মাদ্রাসা পশ্চিম নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কমান্ডার কাজী শাহাবুদ্দিন আহাম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী হান্নান ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে নিহত ভিকটিম ইমন (২২)’কে হত্যা করে। হত্যার পর আসামীরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায় এবং পলাতক থাকে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ইস্যু হলে র‌্যাব-১১ পরোয়ানায় বর্ণিত আসামী হান্নানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

RSS
Follow by Email