বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
ফতুল্লারাজনীতি

ফতুল্লায় সাগরের নেতৃত্বে আনন্দ র‌্যালি

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফতুল্লায় আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা থানা যুবদল নেতা আলী আহমেদ সাগরের নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা। সোমবার (২৭ অক্টোবর) সকালে ফতুল্লার নতুন কোর্ট এলাকায় এই আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালি চলাকালীন নেতাকর্মীরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান দেন এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদল নেতা আলী হোসেন বীর, সাওন প্রধান, লিটন, দুলাল হোসেন, মোঃ সোহেল, ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ জামান, মোহাম্মদ বাবু ও সাকিব সহ আরও অনেকে।

নেতৃবৃন্দ বলেন, নতুন নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দলের আন্দোলন-সংগ্রামে তারা আরও শক্তিশালী ভূমিকা রাখবেন।

RSS
Follow by Email