ফতুল্লায় র্যাবের অভিযান: দুই যুবক আটক, মাদক ও অস্ত্র উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় ‘ডি কোম্পানি’ নামে পরিচিত একটি কিশোরদের দলের দুই সদস্যকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে র্যাব-১১। বুধবার (২৮ মে) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র্যাব-১১ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে প্রায় ১৮ কেজি গাঁজা, ১০১ পুড়িয়া হেরোইন, ৪৭৯ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি ছুরি এবং দুটি চাপাতি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, ফতুল্লার চরকাশিপুর এলাকার মৃত ইমরানের ছেলে বাপ্পী (২৯) এবং পশ্চিম মাসদাইর এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. ইমরান (৩০)।
সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ফতুল্লায় ‘ডি কোম্পানি’ নামে পরিচিত এই কিশোরদের দলটি সম্প্রতি এলাকায় ব্যাপক আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের কার্যকলাপে এলাকাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। তারা বিভিন্ন সময়ে অস্ত্রসহ প্রকাশ্য শোডাউনের মাধ্যমে এলাকায় আতঙ্ক ছড়িয়ে নিরীহ জনগণের কাছ থেকে ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অপকর্ম করে আসছিল। র্যাব জানায়, এই দলটি অর্থের বিনিময়ে অন্যের হয়ে সহিংস কার্যক্রমও পরিচালনা করত। এছাড়াও, তারা নগরীর বিভিন্ন স্পটে মাদক সেবন ও বেচাকেনার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল।
এই কিশোরদের দলের অপরাধমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় র্যাব-১১ গতকাল সারারাত ধরে ফতুল্লার মাসদাইর এলাকার একটি ভাড়া বাসার দ্বিতীয় তলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে ‘ডি কোম্পানি’র অভিযুক্ত দুই সদস্য বাপ্পী ও মো. ইমরানকে আটক করতে সক্ষম হয় র্যাব সদস্যরা। আটকের সময় ওই বাসাটি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৮ কেজি গাঁজা, ১০১ পুড়িয়া হেরোইন এবং ৪৭৯ পিস ইয়াবা ট্যাবলেট। মাদকের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি ও দুটি চাপাতিও উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর অধিনায়ক আরও জানান, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও বিপদগামী কিশোরদের দলের সদস্যদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত অভিযুক্ত কিশোরদের দলের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব নিশ্চিত করেছে।