শনিবার, জুলাই ২৬, ২০২৫
ফতুল্লা

ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযান: চাঁদাবাজির অভিযোগে আটক ১

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় চাঁদাবাজির সময় হাতেনাতে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফতুল্লার তক্কার মাঠ এলাকা থেকে ইসমাইল হোসেন ওরফে কাজল নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও ফতুল্লা মডেল থানা পুলিশের একটি যৌথ দল অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ফতুল্লার তক্কার মাঠ মেলায় প্রতিদিন হকারদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছিল। স্থানীয়দের পক্ষ থেকে এমন অভিযোগ পাওয়ার পর যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। বুধবার সন্ধ্যায় যৌথ বাহিনীর সদস্যরা তক্কার মাঠ এলাকায় ওঁত পেতে থাকেন। অভিযান চলাকালে কাজল নামের ওই ব্যক্তি হকারদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করার সময় হাতেনাতে আটক হন।

আটকের সময় কাজলের কাছ থেকে নগদ ৬ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়, যা চাঁদা হিসেবে আদায় করা হয়েছিল বলে অভিযোগ। যৌথ বাহিনীর সদস্যরা চাঁদাবাজির প্রমাণ হিসেবে এই অর্থ জব্দ করেন। আটকের পর ইসমাইল হোসেন ওরফে কাজলকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানা সূত্র জানিয়েছে।

RSS
Follow by Email