ফতুল্লায় যুবলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করলো ছাত্রদল
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় বৈষম্য বিরোধী আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি ও যুবলীগ নেতাকে তালাবদ্ধ ফ্ল্যাটের বাথরুম থেকে আটক করেছে। এ সময় তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর সাহার সিটি মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।
আটককৃতর নাম মেহেদী হাসান শাহিন (৪০)। সে ফতুল্লা ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং দাপা ইদ্রাকপুরের আবুল মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, শাহিনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ইয়াসিন, পারভেজসহ ফতুল্লা মডেল থানায় একাধিক বৈষম্য বিরোধী হত্যা মামলা রয়েছে।