ফতুল্লায় যুবক আটক, ১৫ কেজি গাঁজা উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় এক যুবককে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃত যুবক মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার(২ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ফতুল্লার লঞ্চঘাট থেকে তাকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃত যুবকের নাম মিজানুর রহমান আকন(২০)। সে ঝালকাঠি জেলার নলসিটি থানার গোদন্ডার রফিক আকনের ছেলে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সজিব সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা লঞ্চঘাটে অভিযান চালিয়ে মিজানুর রহমান আকনেকে আটক করে। এ সময় তার সাথে থাকা একটি ব্যাগে তল্লাশি করে ১৫ কেজি গাজা উদ্ধার করে। সে ঢাকা থেকে গাঁজা এনে গ্রামের বাড়ীতে নিয়ে যেতো প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নূরে আযম মিয়া জানান, মাদক কারবারিরা ফতুল্লা লঞ্চঘাটকে মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছে দীর্ঘদিন থেকে। যাত্রী বেশে মাদক কারবারিরা এ মাদক পাচারের কাজ করে থাকে। ইতিপূর্বে বেশ কয়েকটি মাদকের চালান ফতুল্লা লঞ্চঘাট থেকে আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।