বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
ফতুল্লা

ফতুল্লায় মোবাইল কোর্টের হানা, ৩ প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

লাইভ নারায়ণগঞ্জ: গ্যাস চুরি ও অবৈধ সংযোগের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অভিযান পরিচালনা করেছে। ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ভূইগড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে একাধিক শিল্প-বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে ভূইগড় এলাকার তিনটি স্থাপনায় মোট ৬,৩৪৫ ঘনফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলোকে ৪ লাখ ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৩০০ ফুট জিআই পাইপ জব্দ করা হয়।

যে তিনটি প্রতিষ্ঠানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, সেগুলো হলো— রাকি স্পেশাল চানাচুর ফ্যাক্টরি (৩০০ ঘনফুট সংযোগ), এন-৩-এস ওয়াশিং প্ল্যান্ট (১,২০০ ঘনফুট সংযোগ) এবং সূচি প্রিমিয়াম বেকারি (২,৮৪৫ ঘনফুট সংযোগ)।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস চুরি ও অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে সংযোগ নিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RSS
Follow by Email