ফতুল্লায় মামুন হত্যা: প্রধান আসামি সুমনের ১০ দিনের রিমান্ড
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে প্রকাশ্যে গুলি করে হত্যার মামলায় প্রধান আসামি সুমনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। শুক্রবার বিকেলে র্যাবের সহযোগিতায় ফতুল্লার কুতুবাইলের নিজ বাসা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে রিমান্ড আবেদনসহ নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ভোরে ফতুল্লার কোতালেরবাগ পাকিস্তানি খাদের সামনে স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।
তিনি জানান, এই ঘটনায় ইতোমধ্যে একাধিক আসামি গ্রেপ্তার হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এসব জবানবন্দিতে হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে সুমন ও তার মেঝ ভাই আক্তারের নাম উঠে আসে।
পরিদর্শক আনোয়ার হোসেন আরও বলেন, গ্রেপ্তারকৃত সুমন এবং তার ভাই আক্তারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে হত্যাচেষ্টা ও হত্যার অভিযোগে ফতুল্লাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি জানান, শুক্রবার দুপুরে সুমনকে গ্রেপ্তারের পর শনিবার মামলার তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমনের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও পুলিশ জানিয়েছে।
রিমান্ড আবেদনের বিষয়ে নারায়ণগঞ্জ আদালতের পরিদর্শক কাউয়ুম খান বলেন, “সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন আদালতে দাখিল করা হয়েছে। মূল নথি পাওয়ার পর এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।”
