মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫
ফতুল্লা

ফতুল্লায় মাদকের অত্যাচার থেকে মুক্তি চেয়ে স্মারকলিপি

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের ক্রমবর্ধমান অত্যাচার ও মাদক বিস্তারের প্রতিবাদে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসীর পক্ষ থেকে এই স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, ফতুল্লা থানাধীন মাসদাইর, দেওভোগ, রেলস্টেশন, লালপুর, বাবুরাইল, ইসদাইর, চানমারি ও কায়েমপুরসহ অন্তত চল্লিশটি স্থানে মাদকের আখড়া গড়ে উঠেছে। ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবাধ বিক্রি চলছে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মাদক বিস্তারের সঙ্গে সঙ্গে এলাকায় চুরি, ছিনতাই, খুন, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।

তাদের আরও অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি এবং ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের সদস্যরা এসব মাদক ব্যবসায়ীদের প্রকাশ্যে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সত্ত্বেও মাদক ব্যবসা নির্মূল করা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু বলেন, “মাদকের ভয়াবহ পরিস্থিতি থেকে রেহাই পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি। এলাকার ভবিষ্যৎ প্রজন্ম মাদকের করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে।”

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু, জেলা উলামায়ে দলের সাধারণ সম্পাদক হাফেজ মামুন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম আপেল, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লেনিন আহমেদ। এছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা সাগর, আবু জাফর সাগর, উজ্জ্বল, সৌরভ, জাকির, সজীব, মাসুম, জুয়েল, হৃদয়, রিফাত, ফতুল্লা থানা ছাত্রদল নেতা মো. ফয়সাল ইসলাম, সোহেল, মিদুল সহ এলাকার বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email