বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫
ধর্ম

ফতুল্লায় মাজারের বিরুদ্ধে জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা থানার মাসদাইর গাবতলীতে একটি মাজারকে পুঁজি করে মেলা বসানো এবং এর আড়ালে অশ্লীলতা, মাদক সেবন ও বেহায়াপনার অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

তিনি বলেন, “আমরা মাজারের বিরুদ্ধে নই বরং মাজারকে মানুষের জন্য নিরাপদ রাখতে এ বিক্ষোভ করছি। মাজারের সামনে গান-বাজনা, মাদক সেবন বা অশ্লীলতা ইসলাম ও শরিয়তের পরিপন্থী। কোনো অলি-আউলিয়া এ ধরনের নির্দেশ দেননি।”

মাওলানা ফেরদাউসুর অভিযোগ করে জানান, মাজারকে পুঁজি করে মেলার আড়ালে মোটা অংকের টাকার লেনদেনের মাধ্যমে অনৈতিক কার্যক্রম চালানোর চেষ্টা চলছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “২৪ অক্টোবরের মেলার নামে যদি কোনো অশ্লীলতা বা বেহায়াপনা ঘটে, জমিয়তে উলামায়ে ইসলাম দাঁতভাঙা জবাব দেবে। আমরা যুবসমাজ ও মুরুব্বিদের বলছি, যদি কোনো উলটপালট ঘটে, সঙ্গে সঙ্গে আমাদের খবর দিন, আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ।”

তিনি প্রশাসনের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বলেন, “ডিসি সাহেব, এসপি সাহেব ও ফতুল্লা থানার ওসি সাহেব, যদি এই বিষয়ে ব্যবস্থা না নেন এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার দায়ভার আপনাদেরই নিতে হবে। আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতার জন্য প্রস্তুত।”

মাওলানা তাইজুল ইসলাম আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা ও মহানগরের উলামা নেতৃবৃন্দ— মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মুফতি হারুন রশিদ, মাওলানা মোনাওয়ার হোসেন, মো. ওসমান গনী, আনিসুর রহমান সানি, মুফতি আলাউদ্দিন ফরাজি এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী।

RSS
Follow by Email