ফতুল্লায় বৈষম্য বিরোধী মামলায় আ.লীগ নেতা আনোয়ার গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় বৈষম্য বিরোধী মামলার আসামি, স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন (৫৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। রবিবার (২০ জুলাই) দুপুরে তাকে বৈষম্য বিরোধী মামলায় আদালতে পাঠানো হয়েছে।
আনোয়ার হোসেন ফতুল্লা থানার শিয়াচর তক্কারমাঠ বড় বাড়ীর মৃত হোসেন সর্দারের ছেলে।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে ফতুল্লা মডেল থানা পুলিশ শিয়াচর তক্কারমাঠ এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় বৈষম্য বিরোধী একাধিক মামলা রয়েছে।তাকে বৈষম্য বিরোধী মামলায় আদালতে পাঠানো হয়েছে।