ফতুল্লায় প্রকাশ্যে গুলি-ছুরিকাঘাত, কৃষকদল নেতা গুরুতর আহত
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে গুলি ও উপর্যুপরি ছুরিকাঘাতের শিকার হয়েছেন কৃষকদলের এক নেতা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার মাইসদাইর বাজার এলাকায় বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। এ ঘটনার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত নাহিদুর রহমান পারভেজ (৩৫) ওই এলাকার বাসিন্দা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক। পেশায় ব্যবসায়ী পারভেজের এলাকায় একটি কনফেকশনারি দোকান ও ইন্টারনেট ব্যবসা রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে এলাকার চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী মাইসদাইর বাজারে মাদক বিক্রির টাকা ভাগ বাটোয়ারা করছিল। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পারভেজ বিষয়টি দেখে সেখানে দাঁড়িয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা পিস্তল তাক করে এবং ছুরি হাতে নিয়ে পারভেজকে ধাওয়া করে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পারভেজকে লক্ষ্য করে গুলি ছোড়ে, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পারভেজ দৌড়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলে মাদক ব্যবসায়ীরা তাকে মারধরসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিসি টিভির ফুটেজেও পুরো ঘটনার দৃশ্য স্পষ্ট দেখা যায়। পরে স্থানীয়রা আহত পারভেজকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে গিয়ে শুনেছি পারভেজ নামে একজনকে তিন-চারজন মিলে আক্রমণ করছিল। তার হাতে এবং মাথায় আঘাত লেগেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করছি। প্রাথমিকভাবে শুনেছি নিজেদের মধ্যে কোন বিষয় নিয়ে দ্বন্দ্ব থেকে এ ঘটনার সূত্রপাত হয়েছে।
তিনি আরও জানান, যে গ্রুপ আক্রমণ করেছে তারা মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। পুলিশ সিসি টিভির ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।
