সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led02রাজনীতি

ফতুল্লায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩ বিএনপি নেতাকে অব্যাহতি

লাইভ নারায়ণগঞ্জ: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির তিনটি ইউনিটের তিন নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন: ফতুল্লা থানাধীন কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন এবং এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা কোনো জবাব না দেওয়ায় দলীয় সিদ্ধান্তে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা ওই পদে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।

তবে তিনি আরও জানান যে, এই তিন নেতার বিএনপির সাধারণ সদস্য পদ বহাল থাকবে।

RSS
Follow by Email