মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
Led01Led05ফতুল্লা

ফতুল্লায় ড্রামের ভেতর অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় একটি ড্রামের ভেতর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লার উত্তর শিয়াচর মাওয়া মার্কেটের পেছনের একটি নির্জন জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সকালে ওই নির্জন জায়গায় ড্রামের মুখ বন্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা তাৎক্ষণিকভাবে ফতুল্লা মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি খুলে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আনোয়ার হোসেন এই বিষয়ে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

RSS
Follow by Email