বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led02ফতুল্লা

ফতুল্লায় ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় এক ডোবা থেকে আতিকুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক পেশায় একজন বিকাশ এজেন্ট ছিলো। তার পরিবারের ধারণা, টাকা লুটে নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ফতুল্লার আলীগঞ্জ ওলি হাজির ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আতিকুল আলীগঞ্জ এলাকার ইকবাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বশির হাওলাদারের ছেলে।

নিহতের বাবা বশির হাওলাদার জানান, গত বৃহস্পতিবার রাতে সম্রাট নামে আরেক বিকাশ এজেন্ট পাওনা ৫০ হাজার টাকা দেওয়ার জন্য আতিকুলকে ডেকে নেয়। এরপর থেকে আতিকুল নিখোঁজ। নিখোঁজের রাতে আতিকুলকে একাধিকবার ফোন করার পর একবার ফোন রিসিভ করে বলে, আমি মাহফিলে। এর পর তার সাথে পরিবারের কোন যোগাযোগ হয়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নিখোঁজের রাতেই ফতুল্লা মডেল থানায় জিডি করতে গিয়েছিলাম। ওই রাতে পুলিশ জিডি নেয়নি। পরে শুক্রবার সকালে গিয়ে জিডি করেছি।

১১ ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া লাইভ নারায়ণগঞ্জকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email