সোমবার, নভেম্বর ৩, ২০২৫
Led03ফতুল্লা

ফতুল্লায় ট্রাকের ধাক্কায় দর্জির মৃত্যু, আহত ১

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ আরিফুর (৩৫) নামে আরও একজন। শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ফতুল্লার পঞ্চবটি মেথর খোলার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জুয়েল মিয়া (৩০)। সে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। পেশায় তিনি ছিলেন একজন দর্জি। আহত মোহাম্মদ আরিফুরও একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তা পারাপারের সময় ময়দা ও আটাবোঝাই দুটি ট্রাকের মাঝখানে পড়ে জুয়েল মিয়া ও মোহাম্মদ আরিফুর গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নগরীর খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত আরিফুরকে উন্নত চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক আবু রায়হান নুর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

RSS
Follow by Email