শনিবার, আগস্ট ৯, ২০২৫
Led03রাজনীতি

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে রনির ব্যক্তিগত উদ্যোগে খাল পরিষ্কার

লাইভ নারায়ণগঞ্জ: টানা কয়েক সপ্তাহের বৃষ্টিতে নারায়ণগঞ্জের ফতুল্লার ডিএনডি এলাকার প্রায় ২০টি গ্রামের সড়ক হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। এই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ব্যক্তিগত উদ্যোগে খাল পরিষ্কারের ব্যবস্থা নিয়েছেন।

শনিবার (৯ আগস্ট) তিনি ডিএনডি এলাকার জলাবদ্ধতার শিকার বিভিন্ন খাল পরিদর্শন করেন। এরপর তিনি ঘোষণা দেন যে, রবিবার (১০ আগস্ট) থেকে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে খালের দখল হয়ে থাকা অংশগুলো উদ্ধার এবং পরিষ্কার করা হবে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয়দের দুর্ভোগ কমানোর চেষ্টা করা হবে।

এ বিষয়ে মশিউর রহমান রনি বলেন, “এলাকাবাসীর দুর্ভোগের খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ভেকু লাগিয়ে খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। আশা করি, এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ জলাবদ্ধতার এই দুর্দশা থেকে মুক্তি পাবে।”

প্রসঙ্গত, ডিএনডি প্রকল্পের আওতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় ১,৩০০ কোটি টাকার কাজ সম্পন্ন হলেও, প্রকল্পের বাইরে রয়ে গেছে ডিএনডির নিচু এলাকার বিশাল অংশ। এছাড়া, খালগুলো ভরাট হয়ে যাওয়ায় প্রকল্পের সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না। ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে স্থানীয়দের তীব্র জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হয়।

RSS
Follow by Email