ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ১
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে সাহিদা বেগম (৫০) মারা গেছেন। বুধবার (২০ ডিসেম্বর) রাত ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা।
এ ঘটনায় দগ্ধ হয়েছিল একই পরিবারের নিহতের স্বামী সুলতান মিয়া (৬০), দুই ছেলে নবী হোসেন (২৭) ও আলী হোসেন (২৫)৷ পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় ৷
প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর দিবাগত রাত ১২টায় কাশীপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকার নির্মাণাধীন চারতলা ভবনের তৃতীয় তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে৷
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছিলেন, সাহিদা বেগমের শরীরের ৫৩ শতাংশ, নবী হোসেনের ২২ ও আলী হোসেনের ২০ শতাংশ এবং সুলতান মিয়ার ৪ শতাংশ পুড়ে গেছে৷
ঘটনায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ বলেন, ‘ফ্ল্যাটটিতে কোন গ্যাস সিলিন্ডার আমরা পাইনি৷ তিতাসের সরাসরি লাইনের দু’টি চুলা ছিল৷ প্রাথমিক তদন্তে গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রতীয়মান হয়েছে৷ বিস্ফোরণে ঘরের কাঁচ ও দরজা ভেঙে গেছে৷ আগুনে পুড়ে গেছে ঘরের আসবাবপত্রও৷”