সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led04ফতুল্লা

ফতুল্লায় গার্মেন্টস শ্রমিকের আত্মহত্যার অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় মো. আনোয়ার হোসেন (২৫) নামের এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছেন। রবিবার (২৪ আগস্ট) সকালে ফতুল্লার মাসদাইর পাকারপুল এলাকায় নিজ বাসায় এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন শেরপুর জেলার সদর থানার বাসিন্দা। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং পরিবারের সঙ্গে একই বাসায় থাকতেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে আনোয়ার ঘুম থেকে না ওঠায় তার ভাই রাসেল তাকে ডাকতে যান। কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হলে তারা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন যে, আনোয়ার ঘরের চালের অ্যাঙ্গেলে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email