ফতুল্লায় ইভান হত্যা মামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় আলোচিত সন্ত্রাসী ইভান হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ইসদাইর এলাকার বাবুল মিয়ার ছেলে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সাইফুল ও তার দুই ভাই মিলে রোববার রাতে ওসমানী স্টেডিয়ামের সামনে ইভানকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করে। এই হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ আসামিদের ধরতে তৎপরতা চালিয়ে আসছিল।
উল্লেখ্য, রোববার রাতে ফতুল্লার ওসমানী স্টেডিয়ামের সামনে ইভানকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইভানের মৃত্যু হয়।
নিহত ইভান ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার জামাই বাবুর ছেলে। সে এলাকার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল। ইভানের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে ফতুল্লা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, “হত্যাকাণ্ডের পর থেকেই আমরা আসামিদের ধরতে কাজ করছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে মূল আসামি সাইফুলকে ইসদাইর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।” তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সাইফুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ উদঘাটনের চেষ্টা চলছে।