শনিবার, জুলাই ২৬, ২০২৫
Led04ফতুল্লা

ফতুল্লায় আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতের শিকার এসআই

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সামছুল হক সরকার। বুধবার রাতে মাসদাইর ঘোষের বাগ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে এসআই সামছুল হক সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মাসদাইর ঘোষের বাগ এলাকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদকে গ্রেপ্তার করতে যান। জাহিদকে ঘটনাস্থলে না পেয়ে তারা যখন ফিরে আসছিলেন, তখনই পেছন থেকে জাহিদের সহযোগীরা এসআই সামছুল হক সরকারের ডান হাতের কনুইয়ের সামান্য নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ছুরিকাঘাতে আহত এসআই সামছুল হক সরকারকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মাদকসহ ছয়জনকে আটক করেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।

RSS
Follow by Email