বুধবার, জানুয়ারি ১, ২০২৫
সদর

ফটো সাংবাদিক সেলিমের মাগফেরাত কামনয়া দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) বাদ আছর দৈনিক খবর প্রতিদিন পত্রিকার উদ্দ্যগে সরকারি তোলারাম কলেজ মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম ইকবাল রুমি, বিশিষ্ট নাট্যকার ও সাংবাদিক ফজলুল হক পলাশ, ডেইলী নারায়ণগঞ্জ অনলাইন নিউজ পোর্টালের বার্তা সম্পাদক শেখ মনির হোসেন, দৈনিক উজ্জীবিত পত্রিকার বার্তা সম্পাদক মিলন বিশ^াস হৃদয়, অগ্রবানী প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক রিপন মাহমুদ ও দৈনিক উজ্জীবিত পত্রিকার ফটো সাংবাদিক হাবিব খন্দকারসহ আরও অনেকে।

প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর রাত ১১টা ৫৩ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিম মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৪ বছর। মৃত্যুকালে তিনি ২ কন্যা ও এক পুত্রসন্তানসহ স্ত্রী এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

RSS
Follow by Email