রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led04গণমাধ্যমসোশ্যাল মিডিয়া

ফটো সাংবাদিক সেন্টুর ইন্তেকাল, ফতুল্লা প্রেসক্লাবের শোক

লাইভ নারায়ণগঞ্জ: সিনিয়র ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ইতালীর নেপলী শহরে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় আজ বাথরুমে স্ট্রোক করে মারা গেছেন।

তার মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

গত রমাজান মাসে নিহতের একমাত্র পুত্র বিদ্যুতায়িত হয়ে নিজ বাসভবনে মারা যায়।
স্বল্প সময়ের ব্যবধানে বাবা মতিউর রহমান সেন্টুও চলে গেলেন না ফেরার দেশে।

তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইনকেলাবের সাবেক সিনিয়র ফটো সাংবাদিক ছিলেন।

তার মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম এক বার্তায় গভীর শোক জানিয়েছেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

RSS
Follow by Email