বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
রাজনীতি

ফটো সাংবাদিক শিপনের মৃত্যুতে জাসাস নেতা সানির শোক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিনিয়র ফটো সাংবাদিক ও দৈনিক খবরের পাতার চীফ ফটো সাংবাদিক শিপন আহমেদ (৫২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত ২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে দেওভোগ শুক্কুরকারী জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর দক্ষিণ নলুয়া জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে পাইকপাড়া বড় কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে, সাংবাদিক শিপন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক দেশের আলোর সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি।

এক শোকবার্তায় আনিসুল ইসলাম সানি বলেন, “মরহুম শিপন আহমেদ সৎ ও সজ্জন মানুষ হিসেবে তিনি নিজ এলাকায় সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।”

আনিসুল ইসলাম সানি মহান আল্লাহ্‌র দরবারে দোয়া করেন, তিনি যেন শিপন আহমেদকে জান্নাত নসীব করেন এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

RSS
Follow by Email