বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
ক্রীড়াজেলাজুড়েফতুল্লা

প্ল্যাটফরম ক্রিকেট লীগের চ্যাম্পিয়ণ দূর্ণিবার স্পোর্টিং ক্লাব

লাইভ নারায়ণগঞ্জ: অবশেষে প্ল্যাটফরম ২য় ভাগ ক্রিকেট লীগের সমাপ্তি ঘটেছে। লীগের শেষ ম্যাচ অলিখিত ফাইনালে রূপান্তরিত হলো দূর্ণিবার স্পোর্টিং ক্লাব ও পাইকপাড়া ক্রিকেট একাডেমীর লড়াইয়ে।

ছয় রাউন্ড শেষে উভয়ের পয়েন্ট ৯। ৭ম রাউন্ডে যারা জিতবে তারাই চ্যাম্পিয়ণ। এমন সমীকরণে ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বীতামূলক হওয়ার কথা। কিন্তু হয়নি, একপেশে খেলায় দুর্ণিবার স্পোর্টিং ক্লাব ১১১ রানে হারিয়ে দিয়েছে পাইকপাড়াকে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি খবির আহমেদ। ক্রিকেট উপকমিটির আহ্বায়ক ফারুক বিন ইউসুফ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহীন,যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির,সদস্য মাহবুবুল হক উজ্জল,মাহবুব হোসেন বিজন,সুমন ভুইয়া প্রমুখ।

মঙ্গলবার (১১ জুন) এ.কে.এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘দি প্লাটফরম ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’ এর শেষ ম্যাচে সকালে টস জিতে পাইকপাড়া ক্রিকেট একাডেমীর অধিনায়ক সৈকত প্রথমে ব্যাট করার সুযোগ দেন দূর্ণিবারকে। রাফি ও টগর দুই ওপেনিং জুটি দলকে ভাল জায়গায় নিয়ে যায়। টগর ২ চার ও ১ ছক্কায় ৩১ রানে ফিরলেও রাফি ২ চারে করেন ৩৫ রান। এরপর পাইকপাড়ার বোলদের দাপট। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে দুর্ণিবার। সামাল দেন আহাদ এশা। ঠান্ডা মাথায় দেখেশুনে খেলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৫৮ রানে। দীন ইসলাম ১ চারে করেন ১৬। নির্ধারিত ৪০ ওভারে তারা ১৭৪ রান তোলে। পাইকপাড়ার সুদাদ ৩ টি এবং রানা ২ উইকেট পান। জবাব দিতে গিয়ে দুর্ণিবারের স্পিনারদের ছোবলে কাটা পড়ে পাইপাড়ার ব্যাটসম্যানেরা। মাত্র ৬৩ রানে সবাই আউট হয়ে যায় পাইকপাড়া ক্রিকেট একাডেমী। সৈকত ১ চারে ১৬,রাব্বি ২ চারে ১৬ রান করেন। দুর্ণিবারের আশরাফুল ও রুহুল আমন ৩টি এবং সাজ্জাদ পান ২ উইকেট।

স্কোর:

দুর্ণিবার স্পোর্টিং ক্লাব- ১৭৪/৭(৪০ ওভার) আহাদ এশা-৫৮,রাফি-৩৫,টগর-৩১,দীন ইসলাম-১৬। অতিরিক্ত-২১। সুদাদ-৩/২০,রানা-২/৪২।
পাইকপাড়া ক্রিকেট একাডেমী- ৬৩/১০(২২ ওভার) সৈকত-১৬,রাব্বি-১৬। অতিরিক্ত-৯। আশরাফুল-৩/১৩,রুহুল আমিন-৩/১৫,সাজ্জাদ-২/১৬।

RSS
Follow by Email