বুধবার, মার্চ ২৬, ২০২৫
Led05গণমাধ্যম

প্রয়াত সাংবাদিক ও আন্দোলনে নিহতদের স্মরণে এশিয়ান টিভির ইফতার ও দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: প্রয়াত সাংবাদিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) এশিয়ান টেলিভিশন নারায়ণগঞ্জ ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামানের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রয়াত সাংবাদিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও এতিম ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জ শহরের চাষারাস্থ ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেস্তোরাঁয় ২৩ রমজান সোমবার অনুষ্ঠিত হয়েছে।

ইফতার ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে এশিয়ান টেলিভিশন নারায়ণগঞ্জ প্রতিনিধি বদিউজ্জামান স্বাগত বক্তব্যে সকলের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য আহ্বান জানিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।

ইফতার ও দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ জেলার বরেন্য সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তবর্গ ও বিভিন্ন গণমাধ্যম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আবুল হোসেন, নারায়ণগঞ্জ জার্নালের সম্পাদক তপু সারোয়ার, সাংবাদিক অপু রহমান, সাংবাদিক এ্যানি চন্দ্র, বাংলা‌দেশ কথার উপ‌দেষ্টা সম্পাদক সো‌হেল মাহামুদ, এ বাংলা ডট টিভির আলী হোসেন, নুরুজ্জামান কাউসার, বাপ্পি সাহা, শফিকুল ইসলাম আরজু, আনিসুল হক হীরা, মিকাঈল ইসলাম রাজ, মিতু আহমেদ, মিরাজ আরেফিন, শিক্ষক আলী, কামরুল হাসান বিপ্লব, উত্তম সাহা, আসলাম, গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আফজাল হোসেন, আলিফসহ নারায়ণগঞ্জ জেলার বরেন্য সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তবর্গ ও বিভিন্ন গণমাধ্যম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email