প্রয়াত বিমান ভট্টাচার্য্য’র পরিবারকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অনুদান
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিয়মানুযায়ী স্থায়ী সদস্যও প্রবীণ সাংবাদিক বিমান ভট্টাচার্য্য পরলোক গমনে, তাঁর পরিবারকে আর্থিক অনুদান প্রদান বাবদ পাঁচ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবেরপক্ষ থেকে সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, বিমান ভট্টাচার্য্য’র স্ত্রী শিখা ভট্টাচার্য্য ও একমাত্র ছেলে স্বপ্নীল ভট্টাচার্য্য’র নিকট অনুদানের পাঁচ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।
বিমান ভট্টাচার্য্য’র পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদসহ সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।