প্রেমের আশ্বাসে ডেকে এনে ভুট্টাক্ষেতে সংঘবদ্ধ ধর্ষণ, না.গঞ্জ থেকে আটক ২
লাইভ নারায়ণগঞ্জ: রংপুরের হারাগাছ এলাকায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জ থেকে দুইজনসহ তিন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আদালতে হাজির করা হলে দু’জন অভিযুক্ত ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
আটকরা হলেন,কুড়িগ্রামের ভুরাঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় হারেকুটি এলাকার আব্দুল মজিদের ছেলে শামীম হোসেন (২৩), রংপুরের হারাগাছ নারায়ণ মাছহাড়ি এলাকার এজাহারুল ইসলামের ছেলে আজম আলী (১৯) এবং ধুমেরকুঠি এলাকার মাহফুজার রহমানের ছেলে বাবু (২৬)।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, মামলার পরপরই অভিযুক্তদের ধরতে সাড়াশি অভিযান পরিচালনা করে আরএমপি। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ থেকে প্রধান অভিযুক্ত শামীম ও তার সহযোগী আজমকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের অভিযোগ এবং ভিকটিমের কাছে থাকা ১১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে।
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার সদরপুর এলাকার ভিকটিম গৃহবধূর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় অভিযুক্ত শামীমের, যে নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দেয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শামীম তাকে রংপুর নগরীর সাহেবগঞ্জ এলাকায় ডেকে আনেন। ভিকটিম সঙ্গে করে আনেন ১১ লাখ টাকা।
এরপর অভিযুক্ত শামীম, আজম ও বাবু মিলে ভিকটিমকে রাস্তার পাশে একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন এবং টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। গৃহবধূর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।