শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Led05জেলাজুড়েসদর

প্রীতলতার আত্মহুতি দিবসে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পুষ্প অর্পন

লাইভ নারায়ণগঞ্জ: বীর কন্যা প্রীতলতা ওয়াদেদ্দারের ৯২তম আত্মহুতি দিবস উপলক্ষে পুষ্প অর্পন করেছে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও সরকারী মহিলা কলেজ প্রীতিলতা ওয়াদ্দেদারের ভবনের সামনে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলাম, নাছিমা সরদার, আরও উপস্থিত ছিলেন সরকারী মহিলা কলেজ শাখার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তোলারাম কলেজ শাখার সংগঠক ইফতেখার আহমেদ জিহাদ, সরকারী মহিলা কলেজের সংগঠক সাবিনা ইয়াসমিন, নারায়ণগঞ্জ কলেজ শাখার সংগঠক নিরব সরকার।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময় প্রীতিলতা ওয়াদ্দেদার জীবন এবং সংগ্রাম থেকে অনেক কিছু শিখার আছে তা থেকে আমাদের বর্তমান যুব সমাজকে শিক্ষা নেওয়া প্রয়োজন।

RSS
Follow by Email