মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led03জেলাজুড়েবন্দর

প্রায় ৩০০ বোতল ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক ১

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরের ২৯৮ বোতল ফেনসিডিলসহ সৈয়দ মোহাম্মদ হাসান (২৭) নামের এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব-১১। রবিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টায় এক অভিযানে উপজেলার চানপুর এলাকায় থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সৈয়দ মোহাম্মদ হাসান হলেন নোয়াখালির কবিরহাট থানার নতুন সাজের হাট সৈয়দপুর এলাকার সৈয়দ জহির উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ২৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরেই সে মাদকদ্রব্যবাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হতে কম মূল্যে ক্রয় করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email